অনুমতি ছাড়া গাওয়া যাবে না বামবার গান

অনুমতি ছাড়া গাওয়া যাবে না বামবার গান

বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন—(বামবা)র পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বামবার সদস্য ব্যান্ডগুলোর কোনো গান অনুমতি ছাড়া গাওয়া যাবে না। বাণিজ্যিকভাবে দলগুলোর কোনো গান গাইতে হলে দলটির অনুমতি নিতে হবে।’

বামবার সভাপতি ও মাইলস ব্যান্ডের ভোকালিস্ট ও গিটারিস্ট হামিন আহমেদ বলেন, ‘আমাদের অত্যন্ত জনপ্রিয় গানগুলো বিভিন্ন শিল্পী ও ব্যান্ড আমাদের অনুমতি না নিয়েই বিভিন্ন কনসার্ট, টেলিভিশন অনুষ্ঠান, টিভি রিয়্যালিটি শো এবং ইন্টারনেটভিত্তিক মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার ও পরিবেশন করছে। এটি অনৈতিক ও বেআইনি। ১৫ জুলাই বামবার দলগুলোর প্রতিনিধিরা মিলে সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে যেকোনো মাধ্যমে আমাদের সদস্যভুক্ত ব্যান্ডগুলোর গান বাণিজ্যিকভাবে পরিবেশন ও সম্প্রচারের আগে আমাদের লিখিত সম্মতি নিতে হবে।’

বামবার এ সিদ্ধান্ত মিউজিক ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থে গৃহীত হয়েছে বলে দাবি করেন বামবার সভাপতি। তিনি প্রত্যাশা করেন এ সিদ্ধান্তের প্রতি সংশ্লিষ্টরা সম্মান দেখাবে।

বামবার সদস্য ব্যান্ডদলগুলো হলো সোলস, ফিডব্যাক, দ্য ট্র্যাপ, এলআরবি, ভাইকিংস, মেকানিক্স, ওয়ারফেজ, আর্টসেল, আর্বোভাইরাস, মাইলস, অর্থহীন, নেমেসিস, অ্যাভয়েড রাফা, অবসকিওর, ব্যান্ড লালন, পাওয়ারসার্জ, ব্ল্যাক, পেন্টাগন, বেদুঈন, রেনেসাঁ, ক্রিপটিক ফেইট, শিরোনামহীন, দলছুট, শূন্য ও দৃক।